‘আমার জীবনটাই প্রেশার কুকারের মতো’, কেন বললেন ঋতুপর্ণা?

আসলে, আমার জীবনটাই প্রেশার কুকারের মতো। আমার কেরিয়ারের শুরু থেকেই চাপ নিয়েছি সবসময়। যদিও ছোটবেলা থেকে এই প্রফেশনে আসার জন্য গ্রুমড হইনি। তবে যখন থেকে এলাম, দ্য প্রেশার ওয়াজ অন। প্রেশারের মধ্যে কাজ করলে ভালো কিছু হয়। বলে না, লট অফ গুড থিংস হ্যাপেনস আউট অফ কেওস! কিন্তু আমার কাছে কেওসটা একটু অন্যভাবে আসে। আমি একজন ইন্ডিপেনডেন্ট অ্যাক্টর, ইন্ডিপেনডেন্ট প্রোডিউসার, ইন্ডিপেনডেন্ট পার্সোনালিটি- সব মিলিয়ে প্রেশারটা বেশি। তার পরে অবভিয়াসলি, সংসার-বাড়ি সব কিছু। এই প্রযোজনা প্লাস অভিনয়ের প্রেশারটা আমার কাছে ইউনিক। ‘পুরাতন’ ফিল্মটাও আমার কাছে ইউনিক। আমি যে চাপটা নিতে পেরেছি সেটাও আমার কাছে বড় বিষয়। ওই, হোয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। – প্রায় গড সেন্ট-ই বলব। যখন শর্মিলা ঠাকুর নিজের ইচ্ছেপ্রকাশ করেন, আমার সঙ্গে একটা ছবি করার। আমার সঙ্গে ওঁর ফোনে কথা হত মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে। একদিন বললেন, ‘জানো, আমার না, একটা বাংলা ছবি করতে ইচ্ছে করছে। অনেকদিন করিনি। যদি তুমি করো, তা হলে খুব খুশি হব। আর আমাকে একটা সাবজেক্ট দাও, যাতে আমার মনে হবে আবার বাংলা ছবি করার মতো।’ শুনে আমার খুব ভালে...