তখন আমার বয়স ২২ বছর, কাপড় খোলা অবস্থায় পরিচালক ঢুকে সব দেখে ফেলেঃ শালিনী পান্ডে



দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী শালিনী পান্ডে। ‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই অভিনেত্রী জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি এমন এক পরিচালকের মুখোমুখি হয়েছিলেন, যিনি পোশাক বদলের সময় বিনা অনুমতিতে প্রসাধনী ভ্যানে ঢুকে পড়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শালিনী জানান, মাত্র ২২ বছর বয়সে তিনি এ ঘটনার সম্মুখীন হন। ওই পরিচালক কোনো রকম অনুমতি ছাড়াই সরাসরি ভ্যানে ঢুকে পড়েন, যেখানে তিনি পোশাক পরিবর্তন করছিলেন। এমন আচরণে চমকে গিয়ে তিনি সঙ্গে সঙ্গেই চিৎকার করেন।

কিন্তু আশ্চর্যের বিষয়, পরে সেটে উপস্থিত অনেকেই তার চিৎকারের বিষয়টি ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’ বলে মন্তব্য করেন। কেউ কেউ মনে করেছিলেন, তিনি ‘অতিরিক্ত রাগী’ কিংবা ‘অপ্রয়োজনীয়ভাবে বিষয়টি বড় করছেন’। তবে শালিনী স্পষ্ট জানিয়ে দেন, “কারও ঘরে ঢোকার আগে দরজায় কড়া নাড়া ন্যূনতম সভ্যতার মধ্যে পড়ে। আমি আমার নিরাপত্তার জন্যই প্রতিক্রিয়া জানিয়েছি।”

এই ঘটনা শালিনীকে আরও সচেতন করে তোলে। তিনি বলেন, “এ ঘটনার পর আমি বুঝতে পারি, নিজের চারপাশে গণ্ডি টেনে নেওয়া কতটা জরুরি।”

শালিনীর অভিজ্ঞতা দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির এক দিক তুলে ধরেছে, যেখানে অনেক অভিনেত্রীকেই নানা ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে শালিনীর মতো অভিনেত্রীরা সাহস করে এসব ঘটনা প্রকাশ্যে আনায় নতুন প্রজন্মের শিল্পীরা আরও সচেতন হতে পারবেন বলে আশা করা যায়।

Comments

Popular posts from this blog

বাংলার এই ৬ সিনেমায় বাস্তবেই সে;ক্স করতে হয়েছে নায়ক-নায়িকার

মেয়েদের বী*র্যপাত হয় কিনা জানালেন শ্রীলেখা

যৌ*ন মিলনের স্বাভাবিক সময় কত মিনিট হলে মেয়েরা খুশী হয় জানালেন শ্রাবন্তী