শুধু শুটিংয়ের সময় নয়, দর্শকদের সামনে সম্পূর্ণ শরীর দেখিয়েছে এই ৫ ভারতীয় নায়িকা



ক্যামেরার সামনে নগ্নতা প্রদর্শন, খোলামেলা শরীর দেখানোর চল ভারতীয় সিনেমায় শুরু হয়ে গিয়েছিল বেশ কয়েক দশক আগে। ৭০-৮০ এর ওই দশকে বলিউডের (Bollywood) একাধিক সুন্দরী ক্যামেরার সামনে খোলামেলা পোশাকে কিংবা নামমাত্র পোশাকে হাজির হয়েছেন। সাহসিকতার সঙ্গে গোপনাঙ্গের প্রদর্শন করেছেন। আজ এই প্রতিবেদনে রইল সেই তারকাদের তালিকা।

পারভীন ববি (Parveen Babi) : ৮০ দশকের আরেক সুন্দরী অভিনেত্রী পারভিন ববি তার সৌন্দর্য এবং ব্যক্তিগত জীবনের কারণে বারবার চর্চার বিষয়বস্তু হয়েছেন। তিনি বিভিন্ন ছবি এবং ম্যাগাজিনের জন্য বিকিনি পরে ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন।

MANDAKINI

মন্দাকিনী (Mandakini) : মন্দাকিনীর নামটা বললেই বর্তমান প্রজন্মের দর্শকদেরও ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবিটির কথা মনে পড়ে যায়। এই ছবিতে মন্দাকিনীকে খুবই সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যায় যা তার আমলের অন্যান্য নায়িকারা পারতেন না। সাদা ফিনফিনের শাড়ি পরে ঝর্ণার জলে স্নানরত মন্দাকিনীর গোপনাঙ্গ স্পষ্ট ধরা পড়েছিল ক্যামেরায়।

ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) : ডিম্পল কাপাডিয়া বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই শোরগোল ফেলে দিয়েছিলেন। ঋষি কাপুরের সঙ্গে তার ছবি ‘ববি’তেও তাকে সাহসী একজন নায়িকা হিসেবে উপস্থাপন করা হয়। এই ছবিতে বিকিনি ফটোশুটের কারণে তিনি আলোচনার বিষয়বস্তুতে পরিণত হন।

Rakhee Gulzar

রাখি গুলজার (Rakhee Gulzar) : বলিউডের অন্যান্য নায়িকাদের পাশাপাশি রাখিও সাহসী পোশাকে ঝড় তুলেছিলেন বলিউডে। তাকে টু পিস বিকিনিতে দেখে বেশ চমকে গিয়েছিলেন দর্শকরা। সেই সঙ্গে অনেকে তার প্রশংসাও করেন।

ZEENAT AMAN

জিনাত আমান (Zeenat Aman) : ৭০ এর দশকের অন্যতম হট নায়িকা ছিলেন জিনাত। ক্যামেরার সামনে শরীরী প্রদর্শন করে বারবার চমকে দিয়েছেন তিনি। সাহসিকতায় নজির গড়েছিলেন জিনাত। আবার বিকিনিতেও সমান স্বচ্ছন্দ্য ছিলেন তিনি।

Comments

Popular posts from this blog

বাংলার এই ৬ সিনেমায় বাস্তবেই সে;ক্স করতে হয়েছে নায়ক-নায়িকার

মেয়েদের বী*র্যপাত হয় কিনা জানালেন শ্রীলেখা

যৌ*ন মিলনের স্বাভাবিক সময় কত মিনিট হলে মেয়েরা খুশী হয় জানালেন শ্রাবন্তী