মা-ছেলের অভিনয় করতে গিয়ে বাস্তবে হয়ে গেলেন স্বামী-স্ত্রী
নায়ক-নায়িকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা খুব সাধারণ। মূলত শুটিং সেট থেকেই শুরু হয় এসব প্রেমের গল্প; আর সে থেকে বিয়ের ঘটনাও অহরহ। তাদের মধ্যে এক দম্পতির কথা না বললেই নয়; যারা একসময় ক্যামেরার সামনে ছিলেন মা-ছেলের চরিত্রে!
বলা বাহুল্য, এই দম্পতির গল্প অন্যসব তারকা দম্পতিদের মতো না। হিন্দি সিরিয়াল 'পেয়ার কি ইয়ে এক কাহানি'-তে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী কিশ্বর বণিক। একই ধারাবাহিকে তার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন সুয়াশ রায়। কিন্তু কেউ ভাবতেই পারেনি, এই দুই অভিনয়শিল্পী প্রেমে পড়বেন। বিষয়টি নিয়ে চমকানোর আরও একটি কারণও তাদের বয়সের পার্থক্য।
অভিনেত্রী কিশ্বরের চেয়ে বয়সে আট বছরের ছোট অভিনেতা সুয়াশ রায়। ১১ বছর আগে পর্দায় তাদের মা-ছেলের রসায়ন দর্শকের কাছে জমেও উঠেছিল বেশ। একপর্যায়ে অভিনেত্রী ঘোষণা করেন, বয়সে আট বছরের ছোট সুয়াশকে বিয়ে করতে চলেছেন তিনি।
Comments
Post a Comment