নাবালিকা রেখার সঙ্গে জোর করে এই কুকীর্তি করেন বিশ্বজিৎ, প্রসেনজিতের বাবার কুকীর্তি ফাঁস করলেন রেখা
বলিউডের (Bollywood) এভারগ্রিন অভিনেত্রী রেখাকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে কতই না কানাঘুষো রয়েছে। তার সম্পূর্ণ জীবনটাই যেন বিতর্কে ঘেরা। রেখা এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের একটি বিতর্কিত পুরনো অধ্যায়কে কেন্দ্র করে এক সময় তোলপাড় হয়েছিল বলিউড। বিশ্বজিতের সম্পর্কে গুরুতর একটি অভিযোগ করেন রেখা যার পর টলিউড এবং বলিউডে অনেক সমালোচনা হয় প্রসেনজিতের (Prasenjit) বাবাকে নিয়ে।
রেখা খুব কম বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন। প্রথমে শিশু শিল্পী হিসেবে তিনি অভিনয় করতে শুরু করেন। ১৫ বছর বয়স থেকে তিনি নায়িকা হিসেবে অভিনয় শুরু করে দেন। এদিকে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তখন বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও চুটিয়ে কাজ করছেন। ১৯৬৯ সালে ‘আনজানা সফর’ (Anjana Safar) নামের একটি হিন্দি ছবিতে বিশ্বজিতের নায়িকা হয়েছিলেন রেখা।
এই ছবিতে নায়ক-নায়িকার একটি চুম্বন দৃশ্য ছিল। তবে তখনকার দিনে নায়ক-নায়িকারা কিন্তু ঘনিষ্ঠভাবে চুম্বন করতেন না। কিন্তু পরিচালক রাজা নওয়াথে ‘অ্যাকশন’ বলার পরপরই বিশ্বজিৎ জোর করে রেখার ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে শুরু করেন। এদিকে এর জন্য মোটেও প্রস্তুত ছিলেন না অভিনেত্রী। একটানা ৫ মিনিট চলেছিল ওই চুম্বন দৃশ্য।
রেখা পরে জানান এই ঘটনার পর তার কান্না পেয়ে গিয়েছিল। কিন্তু সেটে তখন অভিনেতাকে কেউই থামাননি। পরিচালক ‘কাট’ বলা তো দূর, সেটের সকলে মিলে হাসাহাসি শুরু করে দেয়। অনেকে আবার সিটিও দিতে শুরু করে দেয়। এই ঘটনা রেখার মনে অনেক আঘাত দেয়। কিন্তু তিনি পরে জানতে পেরেছিলেন ঘটনাটির পেছনে পরিচালক ও বিশ্বজিতের হাত ছিল।
বিশ্বজিৎ এবং পরিচালক পূর্ব পরিকল্পনা অনুসারে এই কাণ্ড ঘটিয়েছিলেন। কিন্তু রেখা কিছুই জানতেন না। তিনি ভয়ে দুচোখ বন্ধ করে নেন। এই ঘটনার কথা তার আত্মজীবনীতে উল্লেখ করা হয়েছে। পরে অবশ্য এই বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খোলেন বিশ্বজিৎ। তিনি সম্পূর্ণ ঘটনাটির দায় পরিচালকের উপর চাপিয়ে দেন। পরিচালকের মনে হয়েছিল নায়ক যদি আচমকা নায়িকাকে চুম্বন করে তাহলে ঘটনাটি তাৎপর্যপূর্ণ বলে মনে হবে। তাই এই কাণ্ড ঘটিয়েছিলেন বিশ্বজিৎ।
Comments
Post a Comment