কিয়ারা আদভানির নি*তম্বে যৌ*নগন্ধ, বেফাঁস মন্তব্যে উত্তাল নেট পাড়া



‘ওয়ার ২’-এর টিজারে কিয়ারা আদবানির বিকিনি লুক নিয়ে বেলাগাম মন্তব্য করে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিচালক রাম গোপাল বর্মা। টিজার মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কিয়ারার ছবি পোস্ট করে এমন এক বক্তব্য লিখে বসেন তিনি, যা মুহূর্তেই আগুন লাগিয়ে দেয় নেটদুনিয়ায়। ফলত, তীব্র সমালোচনার মুখে পড়ে পোস্টটি ডিলিট করতে বাধ্য হন পরিচালক।

এক্স (সাবেক টুইটার)-এ রাম গোপাল লেখেন— “যদি আমাদের দেশ আর সমাজের বদলে যুদ্ধটা হয় হৃত্বিক আর জুনিয়র এনটিআরের মধ্যে, কে কিয়ারার নিতম্বের গন্ধ নিতে পারবে তা নিয়ে, তাহলে এই ‘২’ হবে একেবারে বা*ব্লাস্টার!”

এই কথাতেই আগুন জ্বলে ওঠে নেটপাড়ায়। মন্তব্যটিকে কুরুচিকর এবং নারীবিদ্বেষী বলে কড়া ভাষায় তুলোধোনা করেন বহুজন। র্যাম গোপাল বর্মার এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে নানান মন্তব্যে ভরে উঠেছে নেটপাড়ার দেওয়াল। এক নেট ব্যবহারকারী লেখেন, “ মানেটা কী? এসব কী অসভ্যতামো!” আর একজনের মন্তব্য, “যদি প্রকাশ্যে এরকম বলে, তবে ব্যক্তিগত অবস্থায় কী  থাকে ভাবা যায়!” আরও একজন লেখেন, “অনেক বছর আগেই মাথা খারাপ হয়েছে লোকটার।” আর একজন স্পষ্ট লেখেন, “ কত আর নীচে নামবেন!” সোশ্যাল মিডিয়ার একাংশ তো ‘রামু’কে  “পুরোদস্তুর নোংরা” বলেও অভিহিত করে। এত সমালোচনার পরে শেষমেশ পোস্টটি সরিয়ে নেন রাম গোপাল বর্মা।


তবে বিতর্কের বাইরে দাঁড়িয়ে, ‘ওয়ার ২’ নিয়ে নিজেই উত্তেজিত কিয়ারা আডবানি। ইনস্টাগ্রাম স্টোরিতে উচ্ছ্বাস না লুকিয়ে লিখেছেন—
“প্রথম যশ রাজ ফিল্মসের ব্যানারের ছবি। প্রথম অ্যাকশন ছবি। প্রথমবার এই দুই সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার । প্রথমবার অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ। আর অবশ্যই, প্রথম বিকিনি শট।”অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ওয়ার ২’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। হৃতিক রোশন ফিরছেন তাঁর কবীর চরিত্রে, আর বিপরীতে রয়েছেন জুনিয়র এনটিআর, রহস্যে ভরা এক খলনায়কের ভূমিকায়।

 

তবে ছবি যতই বড় হোক, ট্রোলিং আর নারীবিদ্বেষীমূলক মন্তব্য নিয়ে আবারও একবার উঠছে পুরনো প্রশ্ন— অভিনেত্রীদের শরীরই কি হয়ে দাঁড়ায় যুদ্ধক্ষেত্র?

Comments

Popular posts from this blog

বাংলার এই ৬ সিনেমায় বাস্তবেই সে;ক্স করতে হয়েছে নায়ক-নায়িকার

মেয়েদের বী*র্যপাত হয় কিনা জানালেন শ্রীলেখা

যৌ*ন মিলনের স্বাভাবিক সময় কত মিনিট হলে মেয়েরা খুশী হয় জানালেন শ্রাবন্তী