১০০ নারীর মধ্যে ৯৮ জনই ;সে*ক্স করে অপবিত্রঃ স্বামী প্রেমানন্দ

মহিলাদের নিয়ে মন্তব্য করে বিতর্কে স্বামী প্রেমানন্দ মহারাজ। কিন্তু তাঁরই পাশে দাঁড়ালেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে! গত কয়েক দিন ধরে স্বামী প্রেমানন্দের একটি মন্তব্য নেটপাড়ায় ঘুরছে। নিজের আয়োজন করা এক ধর্মীয় সভায় প্রেমানন্দ দাবি করেছেন, ১০০ জন মহিলার মধ্যে মাত্র দুই থেকে চারজন পবিত্র হয় আজকের যুগে। স্বাভাবিক ভাবেই এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। স্বামী প্রেমানন্দকে নারীবিদ্বেষী বলেও কটাক্ষ করা হচ্ছে। কিন্তু এই অবস্থায় কেন তাঁকে সমর্থন করছেন অঙ্কিতা?

এই বিষয়ে বিগবস্‌ খ্যাত নেটপ্রভাবী রাজীব অদাইতা একটি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। তাঁর দাবি, স্বামী প্রেমানন্দের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু পুরো ভিডিয়োটি দেখলে বোঝা যাবে, তিনি শুধু মহিলাদের উদ্দেশে এ কথা বলেননি। নারী ও পুরুষ উভয়কে উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন।

স্বামী প্রেমানন্দের গোটা ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে রাজীব লিখেছেন, “একদম ঠিক কথা বলেছেন! ভাল করে শুনুন। ছেলে ও মেয়ে উভয়কে নিয়েই বলেছেন। ইনি যা বলছেন, তা সম্পূর্ণ সঠিক। প্রেমানন্দ মহারাজকে পূর্ণ সমর্থন জানালাম।”

প্রেমানন্দ মহিলাদের পোশাক নিয়েও মম্তব্য করেছেন। এমনকি, মহিলারা পর পর প্রেমিক বদলান বলেও দাবি করেন তিনি। তবে রাজীবের বক্তব্য, তাঁর (প্রেমানন্দের) প্রতিটি কথা ঠিক। আর রাজীবের এই পোস্ট সমর্থন করেন অঙ্কিতা। সেই পোস্ট তিনি সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছেন। রাজীব লিখেছেন, “ইনি ভুল কোনটা বলেছেন, আমাকে বলুন! উভয় লিঙ্গের বিষয়েই তিনি কথাগুলি বলেছেন। মানুষ সত্যি বললেই তা তেতো লাগতে শুরু করে।”

Comments

Popular posts from this blog

বাংলার এই ৬ সিনেমায় বাস্তবেই সে;ক্স করতে হয়েছে নায়ক-নায়িকার

মেয়েদের বী*র্যপাত হয় কিনা জানালেন শ্রীলেখা

যৌ*ন মিলনের স্বাভাবিক সময় কত মিনিট হলে মেয়েরা খুশী হয় জানালেন শ্রাবন্তী