দেব শুভশ্রী এক হওয়ায় যা বললেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী


প্রায় দশ বছর পর এক মঞ্চে হাজির হয়ে রীতিমতো আলোড়ন তৈরি করলেন ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। এক সঙ্গে কাজ করতে গিয়ে বন্ধুত্ব, তারপর প্রেম এরপর বিচ্ছেদ।

এতটা বছর পেরিয়ে তাদের দুজনকে এক মঞ্চে পেয়ে উচ্ছ্বসিত উপস্থিত দর্শক, সেইসঙ্গে ভক্ত অনুরাগীরা। গতকাল সোমবার তাদের আসন্ন সিনেমা ‘ধূমকেতু’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের মধ্যে দূরত্ব যেন খানিকটা মিটিয়েই নিলেন।

নানা প্রশ্নোত্তর পর্ব শেষে দুজনের দুজনের সঙ্গে সেলফি তুলেন, এরপর একইসঙ্গে স্টেজ পারফর্মও করেন। সেই অনুষ্ঠানের মুহূর্ত যেন সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল।

দেব-শুভশ্রীকে একসঙ্গে পেয়ে ভক্তরা এমন খুশি, তেমনি তাদের দুজনকে একসঙ্গে দেখে শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী কিংবা দেবের প্রেমিকা রুক্মিণী কি ভাবছেন বা বলছেন, তা জানার জন্য উন্মুখ হয়ে রয়েছেন নেটিজেনরা।

তবে পুরো বিষয়টিকে বেশ স্বাভাবিকভাবে অর্থাৎ প্রফেশনাল ভাবেই দেখছেন রাজ চক্রবর্তী।

ভক্তদের দেওয়া দেব-শুভশ্রীর ‘দেশু’ নামটিও তার ভীষণ ভালো লেগেছে বলে জানান।  

অনুষ্ঠানে নিজে উপস্থিত না থাকলেও সম্প্রচারও দেখেননি তিনি। বললেন, ‘আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তা ছাড়া, আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না! আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই, তৃতীয় পক্ষ।

এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতে হবে। এটা একটা অনুষ্ঠান। অনুষ্ঠানটি দেখিনি। অনেকগুলো ‘জুম কল’ ছিল। তাতে ব্যস্ত ছিলাম।

রাতে যদিও অনুষ্ঠান নিয়ে গল্প হয়েছে। তখন আরও ভালো করে শুনেছি।’

দেব-শুভশ্রীর দেখা হওয়া প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ বলেন, ‘পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি, এত দিন পরে ‘ধূমকেতু’র মুক্তি। একটা জুটি আবার ফিরছে, সেটাও বড় ব্যাপার। পুরনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না। ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অনেক দিন পরে ওরা একটা জায়গায় আসছে। সেটা যেন সফল হয়। এটাই স্বাভাবিক।’  

এরপর তিনি বলেন, দেবের ‘‘‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনো অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।’’

অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে শুভশ্রী তৃপ্তির হাসি হেসেছে বলেও জানালেন রাজ চক্রবর্তী। বললেন, ‘শুভশ্রীর মুখে তৃপ্তির হাসি ছিল। খুব ভালো হয়েছে অনুষ্ঠান, উপস্থিত প্রত্যেকে খুশি। বলছিল আর তৃপ্তির হাসি হাসছিল।’

এদিকে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটি অভিনীত শেষ ছবি ‘ধূমকেতু’। এটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি।

Comments

Popular posts from this blog

বাংলার এই ৬ সিনেমায় বাস্তবেই সে;ক্স করতে হয়েছে নায়ক-নায়িকার

মেয়েদের বী*র্যপাত হয় কিনা জানালেন শ্রীলেখা

যৌ*ন মিলনের স্বাভাবিক সময় কত মিনিট হলে মেয়েরা খুশী হয় জানালেন শ্রাবন্তী